২৭ এপ্রিল, ২০২৪

G20: 'বাম আমলে উন্নয়ন স্তব্ধ ছিল', জি-২০-র মঞ্চে সরব মমতা, তাঁর আমলে '১২ মিলিয়ন চাকরি'
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-09 17:46:52   Share:   

বাম আমলে (Left Era in Bengal) বাংলায় উন্নয়ন স্তব্ধ ছিল, রাজ্যের ঘাড়ে ঋণের ভার ছিল। আমরা এসে রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে G-20 বৈঠকের উদ্বোধনে এই দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। তাঁর সরকারের ১১ বছরের রাজ্যব্যাপী প্রায় ১২ মিলিয়ন কর্মসংস্থান হয়েছে। এদিন বিশ্ব বাংলা কনভেনশন (Biswa Bangla Convention Center) সেন্টারে দাঁড়িয়ে জানান মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, সোমবার অর্থাৎ ১০ জানুয়ারি থেকে থেকে শুরু হওয়া জি ২০ বৈঠক চলবে ১১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত।  বিশ্বের অর্থনৈতিক বিষয় নিয়েই এই দু'দিন আলোচনা হবে বলে নবান্ন সূত্রের খবর। এদিন এই সম্মেলনের উদ্বোধনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী জানান, 'আমরা এমন এক রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করেছি যাঁদের বাম মতাদর্শ ছিল। তাদের ৩৪ বছরের শাসন শেষে আমরা ক্ষমতায় আসি। ক্ষমতায় এসে আমরা দেখি বাংলায় কোনও আর্থিকবৃদ্ধি, উন্নয়ন নেই স্তব্ধ হয়েছিল। রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা। কিন্তু আমাদের সময়ে গর্বের সঙ্গে বলতে পারি কোভিডকালেও আমরা উন্নয়ন করেছি।'

রাজ্যের আর্থিক বৃদ্ধি এবং কর্মসংস্থান প্রসঙ্গেও সোমবার সরব ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের রাজ্যের জিডিপি ৪ গুণ বেড়েছে। রাজস্ব আদায় বেড়েছে ৪ গুণ। আমরা ১২ মিলিয়ন কর্মসংস্থান করতে সমর্থ হয়েছি।'

তাঁর দাবী, 'আমরা মানুষকে বিনামূল্যে খাবার দিই। মানুষের সামাজিক নিরাপত্তা সবচেয়ে জরুরি। কারণ সরকার মানে মানুষের, মানুষের জন্য এবং মানুষের দ্বারা।'


Follow us on :