১৭ মে, ২০২৪

Joynagar: জয়নগরে তৃণমূল নেতা খুনে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, পুলিশি তদন্তে সামনে 'সুপারি কিলার' তত্ত্বও
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-14 15:06:06   Share:   

ভোরের আবছা আলোয় তৃণমূল নেতা সাইফুদ্দিনের লস্করের দিকে মৃত্যু তখন এগোচ্ছে গুটি গুটি পায়ে। বাড়ি অদূরে নমাজ পড়তে যাচ্ছিলেন সাইফুদ্দিন। তাঁর পিছু পিছু ধেয়ে গেল ২টি বাইক বোঝাই ৫ দুষ্কৃতী। তারপরই ভোরের নিস্তব্ধতা ভাঙা গুলির শব্দে জেগে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বামনগাছির বাঙালবুড়ি মোড়। সিনেমার প্লট একেবারেই নয়, এ হল একেবারে বাস্তব। সিএন-র হাতে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঠিক আগের মুহূর্তের এক্সক্লুসিভ  সিসিটিভি ফুটেজ। সেখানেই স্পষ্ট তৃণমূল নেতা খুনের মাস্টার প্ল্যান!

ইতিমধ্যেই, তৃণমূল নেতা খুনে এক দুষ্কৃতীকে গ্রেফতার তরে তদন্ত শুরু করেছে পুলিস। তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বহু আগে থেকেই 'টার্গেট' ছিলেন বামনগাছি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তথা বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি সাইফুদ্দিন লস্কর। এই খুনের বীজ বপন হয়েছিল বহু আগে। সূত্রের দাবি, তৃণমূল নেতাকে নিকেশ করতে ঘটনার ৪-৫ দিন আগে উত্তর ২৪ পরগনার দুষ্কৃতীদের সুপারি দেওয়া হয়। ২ লক্ষ টাকার বিনিময়ে ভাড়া করা হয় শার্প স্যুটার। গুলিকাণ্ডের আগের দিন বিকেলের মধ্যেই বামনগাছি এলাকায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। এলাকা রেইকি করে তৈরি হয় ফুলপ্রুফ প্ল্যান।

এখন প্রশ্ন, এলাকার জনপ্রিয় তৃণমূল নেতাকে খুনের পরিকল্পনা কি গ্রামে বসেই হয়েছিল? কারা সাজিয়েছিল খুনের ছক? আঙুল কিন্তু তৃণমূল নেতা সাইফুদ্দিনের পূর্ব পরিচিতদের দিকেই। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান , সাইফুদ্দিন লস্করের গতিবিধির পুঙ্খানুপুঙ্খ বিবরণ আততায়ীদের কাছে পৌঁছে দিয়েছে নেতার 'চেনা মুখরাই'।

কেন টার্গেট হলেন তৃণমূলের সাইফুদ্দিন? জানা যায়, বারুইপুর মহকুমা আদালতে মুহুরির কাজ করতেন সাইফুদ্দিন। সূত্রের খবর, জয়নগর থানার 'ডাক মাস্টার' অর্থাৎ 'খবরি' ছিলেন এই সাইফুদ্দিন। দীর্ঘদিনের সিপিএম কর্মী সাইফুদ্দিন তৃণমূলে যোগ দেন ২০১৩ সালে। ২০১৮ তে বামনগাছি পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন সাইফুদ্দিনের স্ত্রী শেরিফা বিবি। ৫ বছর আগে বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি পদ পান সাইফুদ্দিন লস্কর। বর্তমানে সামলাচ্ছিলেন পঞ্চায়েত সদস্যের পদও। সবুজ শিবিরের ছত্রছায়ায় সাইফুদ্দিনের জনপ্রিয়তা, লোকপ্রিয়তা, প্রতিপত্তি আকাশ ছোঁয়। তাতেই কি চক্ষুশূল হয়ে উঠলেন? নেতা খুনের চক্রী কি তৃণমূল দলেরই কেউ? সাইফুদ্দিনের ঘনিষ্ঠ কেউ এই খুনের মাস্টারমাইন্ড? রহস্যভেদের অপেক্ষা শুধু।


Follow us on :