১৩ মে, ২০২৪

scam: কয়লা পাচার কাণ্ডে ধৃত ২ ব্যক্তির ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-12 18:29:40   Share:   

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) ২ অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করে সিবিআই (CBI)। শুক্রবার তাঁদের আদালতে তোলা হলে আদালত তাঁদের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।

কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া ইসিএলের প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল অপারেশন সুনীল কুমার ঝাঁ ও সিআইএসএফ ইন্সপেক্টর আনন্দ কুমার সিং-কে হেফাজতে নেওয়ার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়লা পাচার নিয়ে একাধিক তথ্য উঠে আসবে বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা। আগামী ১৬ মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে, সিবিআই এদিন হেফাজতে পায় বিনয় মিশ্রকেও। চারদিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে বিনয় মিশ্রকে।

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে ধৃত ইসিএলের প্রাক্তন কর্তা ও সিআইএসএফ ইন্সপেক্টরের আর্থিক লেনদেন ছিল বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। বৃহস্পতিবার ধৃত দু’জনকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা। এরপরেই তাদের গ্রেফতার সিদ্ধান্ত নেওয়া হয়। কয়লা পাচার কাণ্ডে তদন্ত চলাকালীন এই প্রথম কোনও সিআইএসএফ কর্তাকে গ্রেফতার করা হল।


Follow us on :