১১ মে, ২০২৪

CBI: বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গে সিবিআই
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-20 18:16:02   Share:   

ওড়িশার (Odisha) বালেশ্বরে (Balasore) ট্রেন দুর্ঘটনার (Train Accident) তদন্তে এরাজ্যের দুটি জেলায় তল্লাশি চালাল সিবিআই। দুর্ঘটনাস্থলের সিগন্যাল এবং রিলে রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মী আমির খানের সন্ধানে হুগলি এবং পূর্ব মেদিনীপুরে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

সিবিআই সূত্রে খবর,  হুগলির ডানকুনির বাসিন্দা আমির খান। খড়গপুর ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়র হিসেবে চাকরিতে যোগদান করেন। ঘটনার দিন তিনি বাহানগা বাজার স্টেশনে কর্মরত ছিলেন। বালেশ্বরের সোরহা বাজার এলাকার একটি বাড়িত ভাড়া থাকতেন বলে জানা গেছে। যদিও তাঁর সন্ধান পাওয়া যায়নি বলেই সূত্রের খবর।

যদিও আমির খানের নিখোঁজ হওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে বলেন, 'রেলের এক কর্মী নিখোঁজ হয়েছেন বলে কিছু সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু, তা সঠিক নয়। কেউ নিখোঁজ বা অপহরণ হননি। রেলের সব কর্মী তদন্তে সহায়তা করছেন।' এদিকে আমির খানের সোহরা বাজার এলাকার ভাড়া বাড়িটি সিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


Follow us on :