১৬ মে, ২০২৪

Bardhaman: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপত্তি, মৃত ৩, আহত বহু
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-13 13:29:44   Share:   

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বড়সড় বিপত্তি। জানা গিয়েছে, স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। এর আগে এই স্টেশনের প্ল্যাটফর্ম ভেঙে পড়ে আহত হয়েছিলেন কয়েকজন। এবার জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে আহত একাধিক।

উল্লেখ্য, এই ঘটনার জেরে বন্ধ রয়েছে বর্ধমান শাখার আপ-ডাউন ট্রেন চলাচল। দ্রুত উদ্ধারকাজে নেমেছে আরপিএফ (RPF) ও জিআরপি(GRP)। ঘটনাস্থলে রয়েছেন রেলের শীর্ষ আধিকারিকরা।

জানা গিয়েছে, ১৫ হাজার ৮০০ গ্যালনের বিশাল জলের ট্যাঙ্কটি রাখা ছিল বর্ধমান স্টেশনের ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের উপরে। কোনও কিছু বুঝে ওঠার আগেই আচমকাই ভেঙে পড়ে ট্যাঙ্কটি। এদিকে প্ল্যাটফর্মে সেই সময় বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের গায়ের উপরই গিয়ে পড়ে সেটি। স্বাভাবিকভাবেই বর্ধমান স্টেশনের পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন।


Follow us on :