২৭ এপ্রিল, ২০২৪

Malda: চরিত্রহীন অপবাদে নৃশংস অত্যাচার, চুল কেটে কপালে খোদায় পড়ে ৪২০
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-16 17:21:21   Share:   

ফের মধ্যযুগীয় বর্বরতার নজির শহর মালদহে (Malda)। দুশ্চরিত্রের অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার (brutal torture) করা হল এক মহিলার উপরে। বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extramarital affairs) রয়েছে এমন সন্দেহে গ্রামবাসীরা এক মহিলার মাথার চুল কেটে ও কপালে ৪২০ লিখে দেয়। তবে এখানেই শেষ নয়, এরপর তাঁকে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। এমন ঘটনাও হতে পারে, ভাবলেই শিউরে উঠছেন সকলে। তবে নির্মম এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন তাঁর শ্বশুর। নির্মম এই ঘটনার সাক্ষী থাকল মালদহের ক্ষেমপুর জিপির কান্ডরন বেদে পাড়ার ঘটনা।

সূত্রের খবর, মহিলার ওপর যারা নির্যাতন চালাচ্ছিলেন, তাঁরা হলেন ওই মহিলার শাশুড়ি ও দেওর। তাঁর স্বামী গত দেড় দুই বছর আগে মারা গিয়েছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে কান্ডরনে শ্বশুর বাড়িতেই থাকতেন।  কিন্তু কয়েক মাস থেকে তাঁর কতগুলি অপরিচিত পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে এমনটাই অভিযোগ করে শ্বশুর বাড়ির লোকজন। তিনি মাঝে মধ্যেই রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতেন। তাঁর শাশুড়ি এই সব বিষয় গ্রামবাসীকে জানালে গ্রামে সালিশি সভা বসে। পরে আবার তিনি বাড়ি থেকে বাইরে গেলে গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলে। এবং তাঁর মাথার চুল কেটে কপালে খোদায় পড়ে ৪২০। আর এই সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে সেই ভিডিও-এর সত্যতা যাচাই করে দেখেনি সিএন পোর্টাল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


Follow us on :