২১ মে, ২০২৪

Amdanga: বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজি, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-07 18:24:43   Share:   

বিজেপি প্রার্থীর (BJP Candidates) বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির (Bomb) অভিযোগ উঠলো শাসক দলের (TMC) বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আমডাঙা (Amdanga) থানার অন্তর্গত আদহাটা পঞ্চায়েত এলাকার ৩৭ নম্বর বুথে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমডাঙা থানার পুলিস (Police)। যদিও এই বিষয়ে ওই বিজেপি প্রার্থী থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। শাসক দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শাসক দলের কর্মীরা। তবে এই ঘটনাকে ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

সূ্ত্রের খবর, ওই বিজেপি প্রর্থীর নাম পঙ্কজ মজুমদার। তিনি আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকার ৩৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী। ওই বিজেপি প্রার্থী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর বাড়িতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ইট ও বোমাও ছোঁড়া হয়, এমনটাই জানান তিনি। এই বিষয়ে তিনি আরও দাবি করেন, 'আদহাটা গ্রামের ৩৭ নম্বর বুথে বিজেপির জেতার প্রবল সম্ভবনা রয়েছে। আর তাই ভেবে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই রাতের অন্ধকারে বাড়িতে ইট বোমাবাজি করে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে।'


Follow us on :