ব্রেকিং নিউজ
Bomb-found-in-School-premises-of-Bandel-Hooghly-led-to-massive-tension-in-area
Bandel: প্রাইমারি স্কুলের মাঠে তাজা বোমা উদ্ধার! বিহিত চান স্থানীয়রা, শাসক-বিরোধী তরজা তুঙ্গে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-11-21 14:42:07


ব্যান্ডেলের (Bandel Primary School) প্রাইমারি স্কুলের মাঠে তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক। এই ঘটনায় বিরোধীদের (BJP) কাঠগড়ায় শাসক (TMC) দল। জানান গিয়েছে, ব্যান্ডেলের নলডাঙা প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে তিনটি তাজা বোমা (Bomb Recover) উদ্ধার পুলিসের। যে মাঠে বোমা উদ্ধার হয়েছে, সেটা স্থানীয়দের চলার পথ। ফলে বোমাগুলো ফাটলে কী হতো, সেটাই ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। পাশাপাশি পঠনপাঠনের জায়গায় এভাবে কেন বোমা আসবে? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। সম্প্রতি টিটাগড়ে স্কুল ছাদে বোমা ফাটায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনায়। এবার হুগলির ব্যান্ডেলের স্কুলমাঠে তাজা বোমা উদ্ধারে পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ, 'স্কুলমাঠে বোমা পড়ে, দেখেও আশ্চর্য লাগে! গত পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হয়েছিল। ফের ভোট আসছে, ফের একই কাণ্ড। এই সংস্কৃতি নলডাঙায় ছিল না। একটা বিষয় পরিষ্কার সামনে পঞ্চায়েত ভোট, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব থেকে নির্দেশ এসেছে ভোটের আগে সব সরঞ্জাম মজুত রাখতে হবে। যারা এসব করছে তাঁরা স্থানীয়। এটা একটা স্কুল, বাচ্চাদের খেলাধুলোর জায়গা। কিন্তু এসব মাথায় নেই শুধু দখলদারির রাজত্ব।'

স্থানীয় তৃণমূল নেতার দাবি,'এটা পূর্ব পরিকল্পিত। কয়েকদিন আগে পার্টি অফিসের সিসি ক্যামেরা ভাঙা হয়েছিল। যাতে কেউ না দেখতে পায়। তৃণমূল শান্তি-শৃঙ্খলা বজায় রেখে মানুষের কাজ করেছে। গত কয়েক বছরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বেড়েছে। তৃণমূলের পার্টি অফিস ভেঙেছে। কর্মীদের ধমকানো-চমকানো চলছে। বিজেপি চাইছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ক্ষমতা দখল করবে।'

স্থানীয় এক বাসিন্দা জানান, 'ভোট আসলেই বোমাবাজি। কয়েক বছর ধরে এই ঘটনা ঘটছে। স্কুলের সমানে বোমা উদ্ধার নিন্দনীয়। আমরা সবাই আতঙ্কে আছি। এগুলো মোটেও কাঙ্খিত নয়, এর একটা বিহিত হওয়া উচিৎ।'






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন