১০ মে, ২০২৪

Bison: ফের গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন, আতঙ্কে এলাকাবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-02 15:58:12   Share:   

গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন (Bison)। জলপাইগুড়ির (Jalpaiguri) কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকার ঘটনা। সেই বাইসনটিকে দেখে বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা। 

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ঢুকে পড়ে গুদামডাবরি গ্ৰামে। বাইসনটি গুদামডাবরি গ্রামের এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা (Forest Department) পৌঁছন। প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, বনকর্মীরা বাইসনটিকে কাবুতে আনার চেষ্টা চালাচ্ছেন। বর্তমানে বাইসনটি গ্রামের পাশে এক জঙ্গলে আশ্রয় নিয়েছে। 

এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি জানান, সাত সকালে চাষের জমি দেখতে যাওয়ার সময় একটি বাইসনকে জঙ্গল থেকে গ্রামের মধ্যে ঢুকতে দেখেন তিনি। তারপরেই গ্রামের বাকি লোকজনদের এই বিষয়ে সতর্ক করেন তিনি। গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরের খবর দেওয়া হয়। 


Follow us on :