০৯ মে, ২০২৪

Birbhum: ১০৩ বছর বয়সে মৃত্য়ু বীরভূমের এক বৃদ্ধার ঢাক-ঢোল নিয়ে শ্মশান যাত্রা নাতিদের
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-04 14:07:16   Share:   

জন্ম যখন আছে তখন মৃত্য়ু অনিবার্য। তাই বয়সকালে মৃত্য়ুটাকে অনেকেই ভবিতব্য় বলে মেনে নেয়। এমনি এক ঘটনার ছবি ধরা পড়ল সিএন-এর ক্য়ামেরায়। সেখানে দেখা গিয়েছে ঢাক-ঢোল, বাজনা বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ১০৩ বছরের বৃদ্ধাকে। রবিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লিকপুর পঞ্চায়েতের আড্ডা গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিউরি শহরের পথ চলতি মানুষ হঠাৎ শুনতে পান গান, বাজনার শব্দ। আর তা শুনে দৌড়ে দেখতে যান কী হচ্ছে? দেখলেন, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পন্নের সময় দেখা যায় হরিনাম সংকীর্তন ইত্যাদির মাধ্যমে তাঁদের শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢাক ঢোল পিটিয়ে শশ্মান যাত্রা দেখে ঘাবড়ে যান মানুষ। ১০৩ বছর বয়সী ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করতে নাতিদের এই আয়োজন।


Follow us on :