১৬ মে, ২০২৪

Alliance: পাহাড়ে নতুন সমীকরণ, বিজেপির সঙ্গে একজোট বিমল-অজয়রা
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-12 15:03:43   Share:   

পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) প্রাক্কালে দার্জিলিং (Darjeeling) পাহাড়ে বিজেপির উদ্যোগে গড়ে উঠল তৃণমূল বিরোধী মহাজোট (Alliance)। হাতে হাতে মিলিয়ে লড়ার সিদ্ধান্ত নিলেন একদা যুযুধান রাজনৈতিক নেতারা৷ মহাজোটে রয়েছে বিজেপি, বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি, জিএনএলএফ, সিপিআরএম এবং অখিল ভারতীয় গোর্খা লিগ।

এই মহাজোটের নাম দেওয়া হল ইউনাইটেড (সংযুক্ত) গোর্খা মঞ্চ'। রবিবার দার্জিলিঙের জিমখানা ক্লাবে বৈঠকের পর জোটের কথা ঘোষণা করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত৷ তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে এই মহাজোট গড়ে তোলা হয়েছে। দীর্ঘ ২ দশক পর পাহাড়ে পঞ্চায়েত ভোট হতে চলেছে। মহাজোটের সবকটি দলই বিজেপির পদ্ম প্রতীকে লড়বে।

এই জোটকে কটাক্ষ করেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাদের দাবি, জিএনএলএফ পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে ফেলেছিল। গোর্খা জনমুক্তি মোর্চা ক্ষমতায় থাকার সময় এই নির্বাচন করাতে চায়নি। এখন তারাই পঞ্চায়েত নির্বাচনপ জোট করছে। দার্জিলিংয়ের তৃণমূলের সভানেত্রী শান্তা ছেত্রীও এই জোটকে গুরুত্ব দিতে চাননি।


Follow us on :