১৩ মে, ২০২৪

Katwa: বড় সাফল্য এসটিএফের! নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্র সহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-30 18:19:27   Share:   

পঞ্চায়েত ভোটের আগে তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার (Arrest) করল এসটিএফ (STF)। সোমবার, কাটোয়া (Katwa) রেলস্টেশনে অস্ত্রসহ ধৃতদের ধরা হয়। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন বিহারের আর দু'জন মুর্শিদাবাদের। ধৃতরা হলেন কাউসার শেখ, সিরিয়াল মণ্ডল, সুদীপ খান। আগ্নেয়াস্ত্র (Firearm) উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত ১১টা নাগাদ কাটোয়া রেল স্টেশনে জিআরপিকে সঙ্গে নিয়ে তিন ব্যক্তিকে অস্ত্র সমেত গ্রেফতার করে এসটিএফ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি পিস্তল ও চোদ্দ রাউন্ড তাজা কার্তুজ ও ছয়টি ম্যাগাজিন। পঞ্চায়েত ভোটের আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় একদিকে যেমন স্বস্তি, অপরদিকে তেমনি চিন্তার ভাঁজ। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছেন এসটিএফের কর্তারা। জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার সকালে তিনজনের মেডিক্যাল করা হয় কাটোয়া মহাকুমা হাসপাতালে।

সূত্রের খবর, এদিন ওই তিন ধৃতকে কাটোয়া কোর্টে তোলা হয়। এসপিএফ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তার তদন্ত শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এসটিএফের বড় সাফল্য। 


Follow us on :