১৩ মে, ২০২৪

Bengali: সব স্কুলেই বাংলা বাধ্যতামূলক, রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-08 16:50:53   Share:   

বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলা বাধ্যতামূলক করল রাজ্য। প্রথম ভাষা হিসেবে বাংলা নিতেই হবে। রাজ্য মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য রাজ্য তৈরি হচ্ছে শিক্ষা কমিশন।

বেসরকারি স্কুলের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ ওঠে, সেগুলি শুনবে কমিশন। কমিশনের মাধ্যমে বিশেষ গাইডলাইনও প্রকাশ করা হবে। কমিশনের সদস্যদের নামও শীঘ্রই জানানো হবে।

জানা গিয়েছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত রাজ্যের শিক্ষানীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাংলা এবং ইংরেজি পড়াতেই হবে। বেসরকারি ইংরেজি মাধ্যমের ক্ষেত্রেও একই নিয়ম।

এছাড়া, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য একটি শিক্ষা কমিশন গঠন করছে রাজ্য। উল্লেখ্য, প্রায়ই বেসরকারি স্কুলগুলিতে কখনও ফি বৃদ্ধি কখনও আবার সিলেবাস-পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার এদিকটা দেখবে শিক্ষা কমিশন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি কমিশনের চেয়ারম্যান হবেন। তবে এই কমিশনে বেসরকারি স্কুলগুলিরও প্রতিনিধি থাকবে বলে জানা গিয়েছে।


Follow us on :