১৩ মে, ২০২৪

Basirhat: বেঙ্গল এসটিএফের জালে দুই মাদক পাচারকারী, উদ্ধার দু'কিলো হেরোইন
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-29 13:28:32   Share:   

বেঙ্গল এসটিএফের (STF) জালে (Heroin) সহ দুই মাদক পাচারকারী। বাজেয়াপ্ত  দু'কিলো হেরোইন। দুই কোটিরও বেশী বাজারমূল্যের নিষিদ্ধ হেরোইন উদ্ধার হয়েছে বলে খবর। বুধবার বসিরহাটের (Basirhat) বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মছলন্দপুর-তেঁতুলিয়া রোডের খাসপুরে হেরোইন সহ ওই দুই পাচারকারী ধরা পড়ে। জানা গিয়েছে, ধৃতদের নাম বিপ্লব মণ্ডল ও লিঙ্কণ কাঞ্জিলাল। দু'জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁয়। অভিযুক্তদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বাদুড়িয়া থানায়।

পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বসিরহাটের বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মছলন্দপুর-তেঁতুলিয়া রোডের খাসপুরে অভিযান চালায় এসটিএফ। সেখান থেকেই দু'কিলো হেরোইন সহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলেন তারা। এই দুই পাচারকারীর খোঁজে দীর্ঘদিন তল্লাশি চালাচ্ছিল এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় এনডিপিএস ১৯৮৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুই পাচারকারীকে বারাসাত জেলা আদালতে তোলা হবে। এদের সঙ্গে বড়সড়ো কোনও পাচার চক্র যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


Follow us on :