১৩ মে, ২০২৪

Mursidabad: বেঙ্গল এসটিএফের জালে হোয়াটসঅ্য়াপের ওটিপি বিক্রির অবৈধ চক্রের পাণ্ডা
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-07 13:40:07   Share:   

মোবাইল ফোন হ্য়াক করে আর্থিক প্রতারণার অভিযোগ। হোয়াটসঅ্য়াপের ওটিপি বিক্রির অবৈধ চক্রের পাণ্ডাকে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ-র টিম। ধৃতের নাম গৌরব শর্মা। মঙ্গলবার তাকে এসটিএফ গ্রেফতার করে রাজ্য়ে নিয়ে এসেছে। পাকিস্তান এবং চিনেও এই বেআইনিভাবে হোয়াটসঅ্য়াপ ওটিপি বিক্রির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। 

এসটিএফ সূত্রে খবর, দু'সপ্তাহ আগেই পূর্ব মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ জেলা থেকে মোট নয়জনকে হোয়াটসঅ্য়াপ ওটিপি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়। এই নয়জনকে জিজ্ঞাসাবাদ করে ওটিপি কেনাবেচার চক্র সামনে আসে বেঙ্গল এসটিএফ কর্তাদের কাছে। এরপর তদন্তে উঠে আসে ওটিপি বিক্রির মূল চক্রান্তকারীর নাম গৌরব শর্মা। তারপর পুলিসের সাহায্য়ে হিমাচল প্রদেশে গিয়ে ওই অভিযুক্ত ব্য়ক্তিকে ওটিপি কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয়। আর কারা কারা এবং কোথায় কোথায় এই বিক্রির জাল রয়েছে তা নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ কর্তারা। 


Follow us on :