১৭ মে, ২০২৪

21 july: লোকসভা ভোটের আগে ২১শের মঞ্চে কি 'ইন্ডিয়া' জোট নিয়ে বার্তা থাকবে মমতার!
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-21 11:17:13   Share:   

পটনার পর বেঙ্গালুরু। তৈরি হয়ে গিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। শুক্রবার কলকাতা থেকে কার্যত শুরু এই জোটের পথচলা। লোকসভা ভোটের আগে ধর্মতলার মঞ্চ থেকে কী বার্তা দেবেন এই জোটের অন্যতম মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আগ্রহ এখন আসমুদ্র হিমাচলে।

সকাল থেকেই লোক ভরতে শুরু করেছে ধর্মতলায়। এবার রেকর্ড ভিড়ের দাবি। কিন্তু রাজ্য থেকে দেশ, সবার আগ্রহ মমতার বার্তার দিকে। কারণ, গত মঙ্গলবার বেঙ্গালুরু থেকে ভারতীয় জোট রাজনীতির ইতিহাসে এক নয়া দৌড় শুরু করিয়েছেন তৃণমূল নেত্রী। বাম -কংগ্রেসকে নিজের পালে টেনে এনে, এই সভাতেও আমন্ত্রণ জানিয়েছেন।

রাজনৈতিক মহলের দাবি, আগামী লোকসভা ভোটের আগে যে দুটি রাজনৈতিক দল তৃণমূলের কাছে চাপের কারণ হতে পারত, মমতার কৌশলে এখন তারা দু জনেই একসারিতে। বেঙ্গালুরুর বৈঠকে যা মমতার রাজনৈতিক জয় বলেই মনে করেছেন বর্ষীয়ান রাজনীতিকরা।

পঞ্চায়েত জয়ের পর এটাই প্রথম একুশে জুলাই, তাই রাজ্যস্তরে তৃণমূল কর্মীদের আগ্রহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে। বিশেষ করে পঞ্চায়েতে মূল্যায়ণ নিয়ে অভিষেক কী বার্তা দেবেন, সেই দিকে নজর রয়েছে নিচুতলা কর্মী-সমর্থকদের।


Follow us on :