১০ মে, ২০২৪

Train: বারাসতে পয়েন্ট বিভ্রাট, শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-28 12:31:15   Share:   

বারাসতে পয়েন্ট বিভ্রাটের জেরে চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ বারাসতে পয়েন্ট ও সিগন্যাল খারাপ হয়, যার জেরে বনগাঁ-শিয়ালদহ লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ভীষন সমস্যার মুখে পড়ে নিত্যযাত্রীরা। সপ্তাহের শেষে শুক্রবার বনগাঁ থেকে শিয়ালদহ গামী দ্বিতীয় ট্রেন বামনগাছি স্টেশনে এসে দাঁড়ালে ওই ট্রেনের চালককে গালাগালি ও মারধর করে এক যুবক। কিন্তু ট্রেনের অন্য যাত্রীরা পাল্টা ওই যুবককেই মারধর করেন।

ঝামেলা শুরু হতেই ট্রেন চালক বারবার রেলপুলিসের-এর সহযোগিতা চেয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, স্টেশনে রেল পুলিস না থাকায়, পরিস্থিতি আরও জটিল হয়। সকাল ৭টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে ট্রেন প্রায় আড়াই ঘণ্টা লেট চলছিল। একদিকে ডাউন ট্রেন বামনগাছি স্টেশনে দাঁড়িয়ে পড়ে, অন্য দিকে আপট্রেন হৃদয়পুর ও বারাসতে দাঁড়িয়ে পরে। ট্রেন দেরিতে থাকায় অনেকে কাজেই যেতে পারে নি। এদিন এক নিত্যযাত্রী ও ওষুধ ব্যবসায়ী রাহুল বিশ্বাসের কথায়, 'ট্রেন দেরিতে থাকায় অনেক টাকার ক্ষতি হতে পারে, বিভিন্ন দোকানে সময় মত না পৌঁছালে সমস্যার সৃষ্টি হতে পারে।'

যদিও বেলা বাড়তেই সমস্যা খানিকটা কমতে থাকে, রেল সূত্রের খবর, অটো সিগন্যালিং সিস্টেম বেলা ১২টার কিছু আগে থেকেই স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রে খবর। যদিও পুরোপুরি ভাবে ট্রেন চলাচল স্বাভাবিক না হলেও ট্রেন চলাচল আগের তুলনায় স্বাভাবিক। 


Follow us on :