১৭ মে, ২০২৪

Gosaba: বেহাল রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা! প্রায় বছর তিনেক জীর্ণ অবস্থায় ৪ কিমি পথ
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-18 13:48:50   Share:   

রাস্তার বেহাল দশা। প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা। ভোগান্তির মুখে এলাকাবাসী। তবে এই ঘটনার কথা বারবার প্রশাসনকে জানিয়েও মিলছে না সুরাহা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভার অন্তর্গত মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত নীলকন্ঠ মোড় থেকে বড় কাছড়ি মন্দির পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার বেহাল দশা। পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলেও রাস্তা সংস্কারের দিকেই তাকিয়ে গ্রামবাসীরা। জানা গিয়েছে, প্রায় ৩ বছর ধরেই রাস্তাটি এমন জরাজীর্ণ অবস্থায় পড়ে। এমনকি সামনেই বড়োকাছারির মন্দির এখন পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান হয়ে পড়েছে। এমনকি চৈত্রে ২৭-৩০ তারিখ পর্যন্ত লক্ষাধিক সমাগম হয় এই রাস্তার উপর দিয়েই।     

স্থানীয় সূত্রে খবর, এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। কেন্দ্র সরকারের গ্রাম সড়ক যোজনা প্রকল্পের সময়ই এই রাস্তাটি করা হয়েছিল। কিন্তু তারপর থেকে এই রাস্তাটি কেন সংস্করণ করা হচ্ছে না তা জানা নেই। তবে তাঁদের দাবি, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তাটি যাতে তাড়াতাড়ি আনা হয়।


Follow us on :