২৬ এপ্রিল, ২০২৪

Bridge: উত্তর থেকে দক্ষিণ, বেহাল ব্রিজ নিয়ে মহা সমস্যায় বালুরঘাট এবং ক্যানিংয়ের মানুষ
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-02 16:47:22   Share:   

ব্রিজ ও সাঁকোর (Bad Bridge Condition) বেহাল দশায় প্রতিনিয়ত বিপদে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। বালুরঘাটের (Balurghat) মধ্যে দিয়ে বয়ে চলেছে আত্রেয়ী নদীর খাড়ি। তার উপর রয়েছে লোহার ফুট ব্রিজ। বছর দুয়েক ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। শহরের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সাথে ১৮ এবং ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগকারী এই ফুটব্রিজ ভেঙে পড়েছে। সেই সমস্যা সংশ্লিষ্ট চারটি ওয়ার্ড-সহ শহরের নাগরিক।

একই দশা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের এক সাঁকোর অবস্থা। ক্যানিং পূর্বের মালিকধার কাঠের সাঁকোর বেহাল দশা। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং এলাকাবাসীরা সমস্যায় পড়েছে। অভিযোগ, নজর নেই প্রশাসনের। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। মেরামতি হয়নি কাঠের সাঁকো। কবে তৈরি হবে কাঠের সাঁকো এই অপেক্ষায় তাকিয়ে আছে গ্রামবাসীরা। প্রশাসনকে জানিয়ে কোনও সুরাহা হয়নি।  


Follow us on :