২৬ এপ্রিল, ২০২৪

BSF: পাচারের আগেই সাপের বিষ ভর্তি জার উদ্ধার বিএসএফ-র! বাজারমূল্য প্রায় ১৭ কোটি
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-24 16:25:13   Share:   

পাচারের আগেই কয়েক কোটি টাকার সাপের বিষ (snake venom) উদ্ধার করল বিএসএফ (BSF)। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ২ কেজি ১৪০ গ্রাম সাপের বিষ উদ্ধার সীমান্তরক্ষী বাহিনীর। দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার হিলি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের চকগোপাল বিএসএফ ক্যাম্প এলাকার ঘটনা। বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটেলিয়ান একটি মেড ইন ফ্রান্স লেখা কাঁচের জার ভর্তি সাপের বিষ উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মোট বিষের পরিমাণ ২ কেজি ১৪০ গ্রাম। চোর বাজারে যার আন্তর্জাতিক মূল্য আনুমানিক প্রায় ১৭ কোটি টাকা। বাংলাদেশ থেকে ভারতে আসার সময় পাচারকারীরা বিএসএফ টহল দেখে বিষ ভর্তি জার ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ওই সাপের বিষ ভর্তি জার বালুরঘাটে বনদফতরের হাতে তুলে দেয় বিএসএফ। বালুরঘাট বনদফতরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান, বিএসএফের দেওয়া ওই বিষের নমুনা আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য পাঠানো হবে।


Follow us on :