০৮ মে, ২০২৪

BSF: সাইকেল চালানোর ভঙ্গিমা দেখে সন্দেহ, বসিরহাটের সীমান্ত গ্রামে সোনার বিস্কুট-সহ আটক এক
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-16 13:35:35   Share:   

অভিনব কায়দায় সোনার বিস্কুট (Gold Biscuits) পাচারের চেষ্টা। গোপনাঙ্গের মধ্যে সোনার বিস্কুট পাচারের অভিনব চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর (Hakimpur) সীমান্তের ঘটনা। ঘটনায় আটক এক। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে হাকিমপুরেরই বাসিন্দা পাঁচু গোপাল মণ্ডল সীমান্তের দিক থেকে সাইকেল চালিয়ে আসছিল। সেই সময় তার সাইকেল চালানোর ভঙ্গিমা দেখে সন্দেহ হয় কর্তব্যরত বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা। শুরু হয় তল্লাশি। সেই সময়ই তার গোপনাঙ্গ অর্থাৎ পায়ুছিদ্র থেকে ৬টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। উদ্ধার হওয়া সোনার বিস্কুট গুলির ওজন ৯৬০ গ্রাম। যার বাজার মূল্য ৫৩ লক্ষ ৬২ হাজার ৯৪৪ টাকা।

আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুট-সহ ধৃত পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবারই পাচারকারী পাঁচু গোপাল মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।


Follow us on :