১৫ মে, ২০২৪

Nadia: নির্দল প্রার্থী তাপসী আঢ্যকে অপহরণের চেষ্টা, অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-13 14:53:02   Share:   

রানাঘাটের রামনগর ১ নম্বর পঞ্চায়েতের ১৯৮ নম্বর বুথের নির্দল প্রার্থী (independent candidate) তাপসী আঢ্যকে (Taapsee Adhya) অপহরণের চেষ্টা। অভিযোগ, শাসক দলের (TMC) পক্ষ থেকে পুলিস দিয়ে কিডন্যাপের চেষ্টা করা হচ্ছে। বুধবার প্রার্থীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে একজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। এমনকি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। রাস্তার উপর এখনও পড়ে রয়েছে গুলির খোল।       

সূত্রের খবর, এই ঘটনার পরেই এলাকাবাসীরা রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সরক অবরোধ করে বিক্ষোভ দেখান। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস ঘটনাস্থলে যাওয়ার পর গ্রামবাসীরা পুলিসকে ঘিরেই বিক্ষোভ দেখান। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

সূত্রের খবর, রানাঘাটের রামনগর ১ নম্বর পঞ্চয়েতের ১৯৮ নম্বর বুথের প্রার্থী তাপসী আঢ্য হালদার। পঞ্চায়েত ভোটে ওই এলাকার তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয় লাভ করেন তিনি। ফলে তৃণমূল সেখানে বোর্ড গঠন করতে পারেনি। যার ফলেই ক্ষোভে ফেটে পড়ে শাসক দল এবং ওই জয়ী নির্দল প্রার্থীকে অপহরণের চেষ্টা করে। যদিও তা সফল করতে পারেননি শাসক দল, এমনটাই খবর।


Follow us on :