১৬ মে, ২০২৪

Sikim: সিকিমে বেড়াতে গিয়ে তুষারপাতে আটক পড়া ৩০ জন পর্যটককে উদ্ধার করল সেনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-02 19:06:18   Share:   

তুষারপাতের (Snowfall) জেরে পূর্ব সিকিমে (East Sikim) আটকে পড়েছিলেন প্রায় ৩০ জন পর্যটক। তাঁদের উদ্ধার (Rescue) করল সেনা (Army)। সোমবার, ত্রিশক্তি কপস সেনার তরফে জারি এক প্রেস বিবৃতিতে সেকথা জানানো হয়। 

জানা গিয়েছে, রবিবার পূর্ব সিকিমে খারাপ আবহাওয়ার কারণে প্রায় ৩০ জন পর্যটক আটকে পড়েন। গাড়ি সহ বহু পর্যটক আটকে পড়ে প্রতিকূল পতিস্থিতির মধ্যে৷ সেনার তরফে জানা গিয়েছে, রবিবার দুপুর থেকে শুরু হয় উদ্ধারকাজ। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে। প্রায় ৩০ জন পর্যটককে উদ্ধার করেছে সেনা৷ তাঁদের মধ্যে বয়স্ক থেকে বাচ্চারাও ছিল। উদ্ধার হওয়া পর্যটকদের পূর্ব সিকিম থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা হয়। 

পরবর্তীতে পর্যটকদের সুরক্ষিত স্থানে পৌঁছে তাঁদেরকে গরম কাপড় থেকে খাওয়ারসহ ওষুধও দেওয়া হয় সেনার তরফে। অন্যদিকে আটকে পড়া গাড়িগুলিও উদ্ধারের কাজও শুরু হয়েছে। একইসঙ্গে তুষারে ঢেকে যাওয়া রাস্তাগুলি পরিষ্কারের কাজও শুরু হয়েছে ইতিমধ্যে।


Follow us on :