১১ মে, ২০২৪

Arambagh: দুই শ্রমিকের বচসা থেকে মারপিট, ঘটনায় মৃত্যু এক শ্রমিকের
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-13 17:59:44   Share:   

মদ্যপ দুই শ্রমিকের (Workers) মধ্যে প্রথমে বচসা বাধে। আর তারপরই শুরু হয়   মারপিট। এই ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের (Arambagh) নৈশরাই এলাকার গনপতি রাইস মিলে। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত (Death) শ্রমিকের নাম কাশিনাথ হাটি। বাড়ি আরামবাগের মইগ্রাম এলাকায়। যদিও মৃত শ্রমিকের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাঁকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে আরামবাগের নৈশরাই এলাকার গনপতি রাইস মিলে সীমন্ত মালিক ও কাশিনাথের মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। অভিযোগ, কাশিনাথকে রড দিয়ে বেধড়ক মারধর করেন সীমন্ত। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমন্ত মালিক ও কাশিনাথের মধ্যে মদ্যপ অবস্থায় মারপিট শুরু হয়। রডের আঘাতে গুরুতর আহত হন কাশিনাথ। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। 

অপরদিকে গনপতি রাইস মিলের মালিক বলেন, রাত্রি দশটা নাগাদ খবর পান রাইস মিলে এরকম একটি ঘটনা ঘটেছে। 


Follow us on :