১৬ মে, ২০২৪

Anubrata: তিহারে থাকতে চাই না, আসানসোল জেলে ফিরতে চেয়ে আবেদন অনুব্রতর
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-26 11:15:46   Share:   

তিহারে (Tihar) থাকতে চান না বীরভূমের 'দোর্দণ্ডপ্রতাপ' কেস্ট মণ্ডল (Anubrata) । আসানসোলের (Asansol) বিশেষ সংশোধনাগারে ফিরে আসতে চেয়ে আবেদন জানান কেষ্ট। দিল্লির রাউস এভিনিউ আদালতে, কেস্ট মন্ডল এমনই আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, শনিবার অনুব্রত মন্ডল কোর্টের কাছে বলেছেন, তিহারে থাকতে অনেক রকম অসুবিধা হচ্ছে। অনেক পরিষেবা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি, তিনি আরও জানিয়েছেন আদালতকে , আসানসোল সংশোধনাগারে অনেক রকম সুবিধা মেলে, সে জন্যই তিনি জেল পরিবর্তনের আবদেন করেছেন।

গরু পাচার মামলায় ২০২২ সালে অগাস্ট মাসের ১১ তারিখ, সিবিআই তাঁকে তার বাড়ি, বীরভূম থেকে গ্রেফতার করে। তারপর তিনি ঘুরে ফেলেছেন আসানসোল, কলকাতা সহ দিল্লির জেল। কয়েকদিন আগে শুনানির পর, জামিন না মেলায়, অনুব্রতকে তিহারে যেতে হয়েছিল। আর শনিবার, তিহারে থাকতে চান না বলে আদালতে আবেদন করেছেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর, অনুব্রত আসানসোল জেলে থেকে অনেক প্রভাব খাটাতে পারছিলেন, তথ্য প্রমান লোপাট হবার ভয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তড়িঘড়ি তাকে দিল্লি আনার বন্দোবস্ত করেন। আসানসোলে ঠিক কতটা সুবিধা মিলত অনুব্রতর, সেটা টের পেয়েই আসানসোলের জেল কর্তাকে ডেকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।


Follow us on :