১৭ মে, ২০২৪

Buffalo: পাচারের আগেই পুলিসের জালে লরি ভর্তি মহিষ, গ্রেফতার ২
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-21 14:24:09   Share:   

ফের লরি ভর্তি মহিষ পাচারের (Buffalo Smuggling) চেষ্টা। তবে পাচারের আগেই পুলিসি (Police) তৎপরতায় মহিষ ভর্তি দুটি লরিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া (Phansidewa) বিধাননগর থানার ৩১ নম্বর জাতীয় সড়কের মুরালীগঞ্জে। এই ঘটনায় গ্রেফতার (Arrest) করা হয়েছে দুই জন অভিযুক্তকে। এমনকি ওই দুটি লরির ভিতর থেকে মোট ৯১টি মহিষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মহিষগুলিকে খোয়ারে পাঠানো হয়েছে। এমনকি ওই দুই ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠনো হয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির নাম জাকির হোসেন (৪৮), বাবুল আহমেদ (৫৬)। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ ফাঁসিদেওয়ার ৩১ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং করে বিধাননগর থানার পুলিস। সেই সময়ই দুটি ১৪ চাকা লরিকে সন্দেহের জেরে আটক করে পুলিস। তারপরেই লরির ভিতরে তল্লাশি করার পরেই ওই মহিষগুলিকে উদ্ধার করা হয়। তারপরেই গাড়ি চালককে এই মহিষ বোঝাই করার জন্য বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে চালক মহিষ গুলির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে না। ঠিক তারপরেই পুলিস ওই দুটি লরিকে আটক করে এবং ২ টি লরির চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। 

পুলিসের দাবি, মহিষগুলি বিহারের পূর্ণিয়া জেলা থেকে অসমের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল। প্রায় প্রতিনিয়ত কলকাতা শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারকারীরা পুলিসের চোখে ধুলো দিয়ে পাচার চালিয়ে যাচ্ছে। তবে মাঝেমধ্যেই নাকা চেকিং এর সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সেই গাড়িগুলিকে আটক করছে। এমনকি এই পাচার কাজের পিছনে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ফাঁসি দেওয়ার বিধান নগর থানার পুলিস।

প্রসঙ্গত, বুধবার রাতেই শিলিগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপর থেকে একটি মহিষ বোঝাই করা লরি আটক করে পুলিস। বুধবার ওই লরিটি থেকে ৪১টি মহিষ উদ্ধার করা হয়েছিল। তারপর ফের শুক্রবার এই ঘটনা। 


Follow us on :