LATEST NEWS
29 May, 2023

Dead:ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২৪ ১৭:০৭:৪৩   Share:   

ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খোদ কলকাতা (Kolkata) শহরে। এবার চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার ( Grandmother )। অভিযোগ বৃহস্পতিবার, সন্ধ্যে ছটা থেকে উত্তর কলকাতার এক সরকারি হাসপাতালে (Hospital )  পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে, রোগীকে রাতভর পড়ে থাকতে হলো হাসপাতালের মাটিতে। সেই চিত্র ধরা পরল সিএন -এর ক্যামেরায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উত্তর চব্বিশ পরগনার জ্যাংরার বাসিন্দা, ৪২ বছর বয়সী কৃষ্ণা শীল, বাড়িতে শারীরিক অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়ে।

রোগীর পরিবারের তরফে, ওই সরকারি হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করার পরে মাটিতেই ফেলে রেখে দেয়, এমনই অভিযোগ উঠে আসলো। তাঁদের অভিযোগ বারবার ডাকার পরেও সারা মেলেনি কোনো চিকিৎসকের। রোগীর পরিবার জানান, হাসপাতালে শয্যা খালি থাকা সত্ত্বেও বেড নেই বলে রোগিনীকে ভর্তি করেনি বলে অভিযোগ,  ' মুখ্যমন্ত্রী বলে থাকেন,  সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা খুবই ভালো এবং পর্যাপ্ত পরিমাণ বেড  থাকে।  তাহলে প্রশ্ন হচ্ছে, ' চিকিৎসা পরিষেবা এতটাই ভালো যে রোগীকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে।' প্রশ্ন থাকছে একটাই ? কবে হুঁশ ফিরবে সরকারের ?

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :