১৪ মে, ২০২৪

Basirhat: ফের বড় সাফল্য বিএসএফের, উদ্ধার চার কেজি গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-08 15:18:36   Share:   

ফের বড় সাফল্য বিএসএফের (BSF)। সীমান্তে (North 24 Parganas) চার কেজি গাঁজা (Weed) ও নিষিদ্ধ কাফ সিরাপ (Banned Cough Syrup) উদ্ধার করল বিএসএফ। উদ্ধার হওয়া গাঁজা ও কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। তবে এই ঘটনায় পলাতক পাচারকারী। উদ্ধার হওয়া গাঁজা ও কাফ সিরাপ তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বসিরহাটের স্বরূপনগর থানার বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ আমুদিয়া সীমান্তের ঘটনা। 

জানা গিয়েছে, বসিরহাটের স্বরূপনগর থানার বালতি-নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ আমুদিয়া সীমান্ত দিয়ে চার কেজি গাঁজা ও ৯৫ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। সেই সময়ই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরে আসে এই কর্মকাণ্ডটি। তবে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের দেখে গাঁজা ও কাফ সিরাপ রেখেই পালিয়ে যায় পাচারকারীরা।


Follow us on :