১৭ মে, ২০২৪

Murshidabad: ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ মৃতার পরিবারের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-29 18:10:04   Share:   

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য এলাকায় (Dead Body)। শনিবার সকালে ঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সাইদাপুর এলাকায়। এই ঘটনায় শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার। যদিও এই প্রতিবেদন লেখা সময় পর্যন্ত রঘুনাথগঞ্জ থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিস (Police)। পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত এলাকা। পুলিস সূত্রে খবর, মৃতার নাম পূর্ণিমা সরকার (২৬)। 

যদিও এই ঘটনায় ওই মৃতার মেয়ের অভিযোগের তীর বাবার বিরুদ্ধেই। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই তা স্বীকার করল মৃতার মেয়ে। মৃতার মেয়ের অভিযোগ, 'মাকে যখন মারে আমি তখন ওখানেই ছিলাম। মাকে বাবা,দাদু আর ঠাকুমা তিন জন মিলে মেরেছে।' এই ঘটনায় প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকেই ক্রমাগত অত্যাচার করা হত ওই গৃহবধূর উপরে। প্রায়ই ওই গৃহবধূর চিত্কার শুনতে পাওয়া যেত। এমনকি মাঝে মাঝে তাঁকে খেতেও দেওয়া হতো না বলে জানায় প্রতিবেশীরা। প্রতিবেশীরা দাবি করেন, শ্বশুর বাড়ির লোকেরা এত অত্যাচার করা সত্ত্বেও মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে যেত ওই গৃহবধূ। তাই এই ঘটনায় জড়িত থাকা অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে প্রতিবেশীরা।


Follow us on :