১২ মে, ২০২৪

Fraud: ঋণ দেওয়ার নামে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ এক ব্য়ক্তির বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-09 14:46:43   Share:   

ঋণ (Loan) দেওয়ার নামে কয়েক কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, পুলিসকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তবুও ফের পুলিসের দারস্থ হন প্রতারিতরা (Deceived)। জানা গিয়েছে, ইসলামপুর (Islampur) থানার কালানাগীন এলাকায় এসবিআই (SBI) ব্যাঙ্ক শাখার গ্রাহকরা প্রতারণার অভিযোগ তোলেন। বুধবার রাতে ইসলামপুর থানার পুলিসের দারস্থ হন তাঁরা। 

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় ৮ মাস আগে এক প্রতারককের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। অন্যদিকে ব্যাঙ্কের লোন শোধ করার জন্য গ্রাহকদের উপর চাপ দিচ্ছেন ব্যাঙ্ক ম্যানেজার। 

গ্রামবাসীরা আরও জানিয়েছেন, এলাকার মহম্মদ মুজাম্মিল নামে এক ব্যক্তি গ্রামবাসীদেরকে সরকারি প্রকল্পের টোপ দেখিয়ে লোন দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রামের বেশির ভাগ মানুষের কাছে ব্যাঙ্কের লোন শোধ করার জন্য চাপ সৃষ্টি করতে থাকলে ঘটনাটি গ্রামবাসীদের নজর আসে। এরপরই হইচই শুরু হয়ে যায়। গ্রামবাসীদের দাবি, অভিযুক্তকে গ্রেফতার করে যথাযথ শাস্তি দেওয়া হোক। 


Follow us on :