১০ মে, ২০২৪

Snake: সাপের আতঙ্ক! ফলে বন্ধ হয়ে গিয়েছে সিউড়ির আম্বেদকর উদ্যান
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-22 19:13:20   Share:   

সাপের (Snake Panic) আতঙ্ক! যার ফলে বন্ধ (Closed) হয়ে গিয়েছে সিউড়ির (Birbhum) আম্বেদকর (Ambedkar Park) উদ্যান। কয়েক মাস আগেই সর্বসাধারণের জন্য খোলা হয়েছিল উদ্যানটি। আট থেকে আশি প্রায় সবাই এই উদ্যানে আসত। তবে বর্ষার কারণে এই উদ্যানে উত্পাত বেড়েছে সাপের। যার ফলে সাময়িকভাবে বন্ধ করা হলো এই উদ্যানটি।   

জানা গিয়েছে, বর্ষার মরশুমে উদ্যানে থাকা ঘাস সহ বিভিন্ন গাছপালা খুব দ্রুত বেড়েছে। তাই উদ্যানে একটু ঝোপঝাড় হওয়ায় যেখানে সেখানে সাপ বিচরণ করতে দেখা গিয়েছে। যেহেতু শিশুরাই বেশি আসে খেলতে, তাই সতর্কতা জারি রেখে সাময়িক এই উদ্যানটিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

সূত্রের খবর, তবে এই ঘটনায় ইতিমধ্যেই এই উদ্যানটিকে পরিষ্কার করার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি উদ্যানে সাপ আছে কিনা বা কোন বিষাক্ত সাপ আছে তা খোঁজাখঁজিও করছে কর্তৃপক্ষ। এমনকি এই ঘটনায় উদ্যান কর্তৃপক্ষের তরফ থেকে সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাসকে খবর দেওয়া হয়েছে। তবে তিনি দীর্ঘক্ষণ তল্লাশি করেও সাপের দেখা পাননি। যদিও উদ্যানে যে বিষাক্ত সাপের বাসা তৈরী হয়েছে তা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি, এমনটাই খবর।


Follow us on :