১৩ মে, ২০২৪

Deganga: দেগঙ্গায় তৃণমূলের মিছিলে বোমা ছোড়ার অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু কিশোরের
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-05 14:14:24   Share:   

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে ফের উত্তপ্ত দেগঙ্গা (Deganga)। ভোটের প্রচার চলাকালীন তৃণমূলের মিছিলে বোমা মারার অভিযোগ উঠল। ঘটনায় মৃত্যু হয় ১৭ বছরের এক তরুণের। মৃতের নাম ইবরাম হোসেন। মৃত তরুণ এক তৃণমূল সমর্থকের ভাইপো বলে জানা গিয়েছে। সিপিএম এবং আইএসএফ-এর বিরুদ্ধে বোমা মারার অভিযোগ তুলেছে তৃণমূল। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিস। উল্লেখ্য, মঙ্গলবারই দেগঙ্গার আরও দুই জায়গায় অশান্তির ঘটনা ঘটে। বোমা হামলারও অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, দেগঙ্গার শোয়াইসেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙার্টি গ্রামে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের সমর্থকরা, মিছিলও চলছিল। অভিযোগ, ঠিক সেইসময় মিছিলকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। গুরুতর জখম অবস্থায় একাদশ শ্রেণির ওই পড়ুয়াকে দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের কাকা তৃণমূলের সমর্থক বলে জানা গিয়েছে। তাঁর দাবি, মিছিল করে যাওয়ার সময় সিপিএম ও আইএসএফ সমর্থকরা বোমা ছোড়ে। তখন তাঁর ভাইপো ছিল মিছিলে। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।


Follow us on :