১৭ মে, ২০২৪

Fire: আরএসপি সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-13 11:54:38   Share:   

বেশ মাথা চাড়া দিযে উঠেছে ভোট পরবর্তী হিংসা। আরএসপি (RSP) সমর্থকের বাড়িতে আগুন (Fire) লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের (TMC) বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে বাসন্তী (Basanti) থানার ভারতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানবোস গ্রামে। এই বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিস (Police)। যদিও এই ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল। 

অভিযোগ, মঙ্গলবার ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই হামলা চালায় শাসক দলের দুষ্কৃতীরা। পুরানো শত্রুতাকে কেন্দ্র করে বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। তারা আরএসপি সমর্থক শোয়েব সর্দারের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তারপরেই আগুন লাগিয়ে দেয় ঘরে। এমনকি মারধরও করা হয়েছে তাঁদের। যার ফলে আহত হয়েছেন আরএসপির ওই কর্মী, এমনটাই অভিযোগ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। তবে বারবার পঞ্চায়েত এলাকাগুলিতে বিরোধীদের উপর হামলা করার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আর প্রত্যেক বারের মতোই সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।


Follow us on :