১২ মে, ২০২৪

Canning: বেআইনি মাদক বিক্রির প্রতিবাদ করতেই স্থানীয়দের মারধর! তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিংয়ে
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-06 13:53:10   Share:   

বেআইনি মাদক (Drug) বিক্রির প্রতিবাদ করয় স্থানীয়দের মারধরের (Beaten) অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের বয়েরসিং গ্রামে। ক্যানিং থানার পুলিস (Police) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসাপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনায় এলাকাবাসীরা অভিযোগ দায়ের করেছেন ক্যানিং থানায়। এই ঘটনার তদন্ত শুরু করছে ক্যানিং থানার পুলিস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেশ কিছু মানুষ অবৈধভাবে মাদক বিক্রি করে চলেছে। সেই মাদক কারবারি বন্ধ করায় প্রতিবাদ করেছিলেন এক স্থানীয়। তারপরেই অবৈধ মাদক বিক্রেতারা ওই ব্যক্তিকে মারধর করে। এমনকি মহিলাদেরও মরধর করে ওই মাদক বিক্রেতারা। শুধু তাই নয়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রথমে তাঁদের বেধড়ক মারধর করে তারপরে নখ দিয়ে তাঁদের শরীরেও আঘাত করে, এমনটাই অভিযোগ স্থানীয়দের।


Follow us on :