১০ মে, ২০২৪

Fraud: কল সেন্টারের মাধ্য়মে জালিয়াতির অভিযোগ, গ্রেফতার ১০ অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-18 19:14:10   Share:   

পুজোর আগে বড়সড়ো সাফল্য পেল খড়দহ থানার পুলিস। ভুয়ো কল সেন্টার চালানোয় গ্রেফতার ১০ জন অভিযুক্ত। কল সেন্টারের মাধ্যমে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিস। 

পুলিস সূত্রে খবর, খড়দহ এমএস মুখার্জি রোড এলাকায় একটি আবাসনে কল সেন্টারের মাধ্যমে সাইবার ক্রাইমের অপরাধ চালাত ওই দুষ্কৃতীরা। কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নিত ওই দুষ্কৃতীর দল। এমনকি কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। 

এরপর এদিন সকালে খড়দহ থানার পুলিস গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে খড়দহ এমএস মুখার্জী রোডে পুনম প্লাজা নামের আবাসনে ভুয়ো কল সেন্টারের হদিশ পায় পুলিস। ওই কল সেন্টার থেকে ১০ জনকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিস। তবে এই চক্রের সঙ্গে বিদেশের যোগ থাকতে পারে বলে পুলিস জানিয়েছে। অভিযুক্তদের পাঁচ দিনের পুলিসি হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিস।


Follow us on :