০৮ মে, ২০২৪

Leave: পঞ্চায়েত ভোটের দিন সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে সবেতন ছুটির নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-06 16:37:34   Share:   

রাজ্যের পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ২২ জেলায় সমস্ত সরকারি দফতর বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে (Notice) জানানো হয়েছে, বন্ধ থাকবে বেসরকারি প্রতিষ্ঠানও। ওই দিন সরকারি ও বেসরকারি দফতরের কর্মীরা সবেতন ছুটি (Paid Leave) পাবেন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবেতন ছুটি দেওয়ার বিষয়টি মঞ্জুর করেছে রাজ্যের অর্থ দফতর। রাজ্যের পুরসভা এলাকায় কর্মসূত্রে থাকেন, অথচ পঞ্চায়েত এলাকার ভোটার, তাঁদেরও সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের পঞ্চায়েত ভোটে ছুটির দিন আগেই ঘোষণা করেছিল শ্রমদফতর। পরে ওই বিজ্ঞপ্তির কথা উদ্ধৃত করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার জেলাশাসকের কাছে নোটিস পাঠানো হয়। রাজ্যের ২০টি জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ আসনে এবং দার্জিলিং ও কালিম্পং জেলার কেবল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আসনে আগামী শনিবার নির্বাচন হতে চলেছে।

ছুটি পাবেন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও। মনে করা হচ্ছে, ভোটদানে উৎসাহ দেওয়ার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে।


Follow us on :