১৫ মে, ২০২৪

Arrest: সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার অজিত মাইতি, কবে পুলিসের জালে ধরা পড়বে শাহজাহান ?
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-26 11:23:47   Share:   

শিবু-উত্তমের পর এবার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা অজিত মাইতিকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ সন্দেশখালি অঞ্চলের তৃণমূলের সম্পাদক অজিত মাইতি। রবিবার সন্ধ্য়ায় অজিত মাইতিকে আটক করে নিয়ে যায় পুলিস। তারপর আজ, সোমবার সকালেই তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই বসিরহাট আদালতে তোলা হয় তাঁকে। পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ বিচারপতির।

গতকাল অর্থাৎ রবিবার জনরোষের মুখে পড়ে একটি বাড়িতে লুকিয়ে পড়েছিলেন তৃণমূলের এই নেতা। জানা গিয়েছে, জমি লুট এবং ঘরবাড়ি ভাঙচুর মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে অজিত মাইতির বিরুদ্ধে। বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালির বেড়মজুর গ্রাম। রবিবার শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের পাশাপাশি অজিত মাইতির গ্রেফতারি নিয়েও শুরু হয়েছিল তোড়জোড়। এমনকি বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা। তারপরেই রবিবার সন্ধ্য়ায় সেই জনরোষের মাঝখান থেকে অজিত মাইতিকে আটক করে নিয়ে যায় পুলিস। এরপর মিঁনাখা থানায় নিয়ে গিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় তাঁকে। পুলিস সূত্রে খবর, অজিত মাইতির বিরুদ্ধে ৪২৭,১৪৭,৩৮০ এই তিনটি ধারায় মামলা করল পুলিস।



Follow us on :