০৮ মে, ২০২৪

Death: জঙ্গিদের গুলিতে মৃত্যু এক এয়ার ফোর্সের জওয়ানের, শোকাহত পরিবার
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-30 09:47:20   Share:   

জঙ্গিদের গুলিতে খুন (murder) হলেন এয়ার ফোর্সের জওয়ান তন্ময় চক্রবর্তী। ঘটনায় শোকের ছায়া সোদপুর (sodepur) ঈশ্বর চ্যাটার্জি এলাকায়।

জানা যায়, সোমবার দুপুরে শেষ কথা হয় বাড়ির সদস্যদের সঙ্গে তন্ময়ের। তারপর রাতে এয়ার ফোর্সের জওয়ানের মৃত্যুর সংবাদ আসে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকার বাড়িতে। ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তন্ময়, এমনটাই জানানো হয় পরিবারকে। দিল্লির গাজিয়াবাদে (Ghaziabad, Delhi) এয়ার ফোর্স ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তন্ময়বাবু। পরিবারের সদস্যদের দাবি, ব্যাটেলিয়ানের মধ্যে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অপারেশন চালাতে গিয়েই জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তন্ময়। ঘটনার পর সোদপুর ঈশ্বর চ্যাটার্জি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিন তন্ময় বাবুর মৃতদেহ দমদম বিমানবন্দর থেকে সোদপুর ঈশ্বর চ্যাটার্জি রোডে তাঁর বাড়িতে নিয়ে আসা হয়। এরপর পানিহাটি শ্মশানে গার্ড অফ অনার সম্মান দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের এলাকার বাসিন্দা ছিলেন তন্ময়। নির্মল বাবু জানান, "তন্ময় আমার ছেলের মত। খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। এবারের দুর্গা পুজোতে বাড়িতে আসবে বলে পরিবারের লোকদের জানিয়েছিল। তন্ময়ের মত এরকম এক তরতাজা প্রাণ চলে যাবে সেটা মেনে নেওয়াটা খুবই কঠিন।" পাশাপাশি জওয়ান তন্ময় চক্রবর্তী খুনের দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক। 


Follow us on :