১০ মে, ২০২৪

Murshidabad: ফের গরুপাচার করতে গিয়ে বিএসএফের হাতে গ্রেফতার দুই বাংলাদেশী
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-05 18:44:21   Share:   

ফের তিনটি গরু সহ বিএসএফের (BSF) হাতে গ্রেফতার (Bangladeshi Arrest) হল দুই বাংলাদেশী। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের নিমতিতা বিএসএফ ক্যাম্প এলাকায়। এই ঘটনার পরেই বিএসএফ-র পক্ষ থেকে ধৃতদেরকে সামশেরগঞ্জ থানার পুলিসের (Police) হাতে তুলে দেওয়া হয়। শনিবার ধৃত দুই বাংলাদেশীকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। 

বিএসএফ সূত্রে খবর, ধৃত ওই দুই বাংলাদেশীর নাম সরজুল শেখ (২৪) ও আনারুল শেখে (২৪)। তারা দুজনেই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। শুক্রবার রাতে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করার সময় ওই দুই বাংলাদেশীকে দেখতে পায় সীমান্তের জওয়ানরা। এই ঘটনায় ওই দুই জনকে দেখে জওয়ানদের সন্দেহ হওয়ায় তাদের গ্রেফতার করে বিএসএফ। বিএসএফ-র দাবি, মালদহ থেকে গরু গুলো নিয়ে মুর্শিদাবাদের নিমতিতা হয়ে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।


Follow us on :