১০ মে, ২০২৪

Weather: তীব্র গরমের পর বৃষ্টিতে স্বস্তি মিলেছে শহরবাসীর, কেমন থাকবে আজকের আবহাওয়া
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-24 15:38:03   Share:   

শনিবার সকাল থেকেই আকাশ আংশিক (Cloudy Sky) মেঘলা হয়ে রয়েছে। তবে সূর্যের দাপট কিন্তু একেবারেই কমে যায় নি। প্রবল গরমের পর অল্প বৃষ্টিতে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হুগলী, হাওড়া, এবং দুই ২৪ পরগনা জেলা গুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষা প্রবেশের নির্ধারিত সময়ের পাঁচ দিন পর বর্ষা প্রবেশ করে। উল্লেখ্য, রবিবার এবং সোমবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।


Follow us on :