০৯ মে, ২০২৪

Naihati: ১০০ বছরে পদার্পন, কালীপুজোর রাতে উপচে পড়া ভিড় নৈহাটির বড় মায়ের মন্দিরে
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-13 13:30:46   Share:   

বর্তমানে বাংলায় বিখ্য়াত নৈহাটির বড় মা। কালীপুজো মানেই সবার আগে যা মাথায় আসে বড় মায়ের কথা। নৈহাটির বড় মা এবছর শতবর্ষে পা রেখেছে। সেই উপলক্ষে হয়ত অনেকেই পরিকল্পনা করে রেখেছিল পুজো দেওয়ার। কারণ জাগ্রত বড় মা সবার মনসকামনা পূরণ করে। তাই এবার একটু বেশি বড়ো করে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। তাই প্রতিবারের মতো এবারও কালীপুজোর দিন বড় মা -এর কাছে হাজার হাজার ভক্তদের ভিড় উপচে পড়ে। 

এ বছর নতুন মন্দিরে পুজো বিশাল জাঁকজমক করে কষ্টি পাথরের তৈরী বড় মায়ের মূর্তি বসানো হয়েছে। কালীপুজোর দিন শুধু মাটির মূর্তি তৈরী করে পুজো করা হয়। আর বছরের বাকি দিনগুলোতে মায়ের ছবিতেই পুজো করা হয়। তবে এবার কষ্টি পাথরে বড় মা -এর মূর্তি তৈরী করে পুজো করা হয়েছে বলে সেই কারণে হয়ত প্রত্য়েক বছরের তুলনায় এবছর ভিড়টাও অনেক বেশি।


Follow us on :