১০ মে, ২০২৪

Malda: মালদহে চোর অপবাদে বিবস্ত্র করে মারধরের ঘটনায় ৪ পুলিস আধিকারিককে ক্লোজ করল প্রশাসন
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-28 12:11:10   Share:   

মালদহের ঘটনার ৯দিন পর সক্রিয় প্রশাসন। বামনগোলা থানার পুলিসের বিরুদ্ধে ব্যবস্থা নিল মালদা জেলা পুলিশ সুপার। ১৮ই জুলাই ওই দুই নির্যাতিতা মহিলাকে মারধর করা হয় বামন গোলা পাকুয়াহাট বাজার এলাকায় ওই ঘটনায় বামনগোলা থানার আইসি জয়দেব চক্রবর্তী সহ দুইজন সাব ইন্সপেক্টর পদাধিকারী অফিসার এবং একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদাধিকারী অফিসার কে ক্লোজ করা হল। সূত্রের খবর, মালদহের ওই ঘটনায় পুলিসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে সাধারণ মানুষ সহ বিরোধী রাজনৈতিক দলগুলি।

সূত্রের খবর চলতি মাসে ১৮ই জুলাই মালদহে পাকুয়াহাট বাজার এলাকায়, লেবু বিক্রি করতে আসা দুই মহিলাকে চোর সন্দেহে বিবস্ত্র করে মারধর করা হয়। এ ঘটনায় এরপরে পুলিস ওই দুই নির্যাতিতাকেই গ্রেফতার করে বলে অভিযোগ। এ ঘটনা সামনে আসতেই পুলিস মারধরে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করে। এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। যদিও ঘটনার সাত দিন পর জামিনে মুক্তি পায় ওই দুই নির্যাতিতা। ইতিমধ্যে এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন পাশাপাশি এ ঘটনায় গাফিলতির অভিযোগে চার পুলিস আধিকারিককে ক্লোজ করল মালদহ জেলা প্রশাসন।


Follow us on :