২৭ এপ্রিল, ২০২৪

Maldah: মালদায় জোটকর্মীদের উপর অ্যাসিড হামলা, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে...
CN Webdesk      শেষ আপডেট: 2024-03-29 14:02:34   Share:   

লোকসভা ভোট এগিয়ে আসতেই দিকে দিকে অশান্তির ছবি। এবার বাম-কংগ্রেস জোট কর্মীদের উপর অ্যাসিড হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে মালদার রতুয়া ১ ব্লকের কয়লাপাথর গ্রামে। অভিযোগ, পঞ্চায়েত ভোটে বোমাবাজি করে বুথ দখল করেছিল শাসকদল। পুনর্নির্বাচন হয় ও জয় হয় জোটের। তখন থেকেই শাসকের আক্রোশ।

জানা গিয়েছে, ইফতার করে বাইকে বাড়ি ফেরার সময় জোট কর্মীদের লক্ষ্য করে হঠাৎ অ্যাসিড ছোঁড়ে দুষ্কৃতীরা। জ্বলতে শুরু করলে রতুয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করান আক্রান্তরা। পরবর্তীতে অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আন্দোলনে নামার হঁশিয়ারি জোট কর্মীদের। তবে কি ফের শুরু শাসকের সন্ত্রাস? বিরোধী কণ্ঠ রোধের চেষ্টা?

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার শাসক শিবিরের। অন্যদিকে তৃণমূলকে লুঠেরাদের দল বলে কটাক্ষ বাম শিবিরের। লোকসভা ভোটের মুখে এই ঘটনার জেরে হাওয়া গরম হতে শুরু করেছে এলাকায়। ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। তবে ভোটের আবহে জল কতদূর গড়ায় সেটাই দেখার।


Follow us on :