১৫ মে, ২০২৪

Silver: ফের বড় সাফল্য বিএসএফের, সীমান্তে ২৩ কেজি রুপোর গয়না সহ গ্রেফতার পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-24 14:09:42   Share:   

পাচারের আগেই পাচারকারীকে (Sumggling) গাড়ি সহ গ্রেফতার (Arrest) করল বিএসএফ জওয়ানরা (BSF)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) স্বরুপনগর থানার অন্তর্গত বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে। তল্লাশি চালিয়ে চারচাকা গাড়ি সিটের ভিতর থেকে প্রায় ২৩ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা। 

বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত ওই পাচারকারীর নাম অনিমেষ দাস। হাকিমপুরের দাসপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযুক্ত চারচাকা গাড়ি করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময়ই সন্দেহের জেরে হাকিমপুর চেকপোষ্টে গাড়ি দাঁড় করিয়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা ওই গাড়িটির তল্লাশি চালায়। তল্লাশির পরেই গাড়ির সিটের মধ্যে থেকে প্রায় ২৩ কেজির রুপোর গয়না উদ্ধার করা হয়। 

 বিএসএফ জানিয়েছে, অভিযুক্তের ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এমনকি উদ্ধার হওয়া রুপোর গয়না সহ পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Follow us on :