২৭ এপ্রিল, ২০২৪

Abhishek: দন্ডিকাণ্ডের ঘটনাস্থলের পাশের গ্রামে অভিষেকের 'নবজোয়ার' সভা, 'নকল' কটাক্ষ বিজেপির
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-02 12:36:01   Share:   

তৃণমূলে (TMC) যোগ দিতে কাটতে হবে দন্ডি, তৃণমূলের এই দন্ডিকাণ্ডের ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। এবার ওই দন্ডিকাণ্ডের এলাকার পাশের এলাকায় সভা করতে যাবেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) জনসংযোগে নামছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই জেলার হরিরামপুর ও পতিরামে দু’টি জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে হবে সান্ধ্য অধিবেশন। সূত্রের খবর, এছাড়াও তপনে আদিবাসী এলাকায় চা চক্রের মাধ্যমে জনসংযোগ করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি খাঁপুরে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের শহিদ বেদীতেও মাল্যদান করবেন তিনি। 

এদিন ওই জেলার চক সতিহারে গ্রামবাসীদের সঙ্গেও দেখা করবেন অভিষেক। বালুরঘাটে দন্ডি কাণ্ডের ওই ঘটনাস্থলের পাশেই চক সতিহারে সেখানেই আদিবাসী এলাকায় চা চক্রে যোগ দেবেন অভিষেক। টানা ২ মাস জেলায় জেলায় জনসংযোগে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তৃণমূলে নবজোয়ার। ছোট বড় জনসভার পাশাপাশি রাস্তায় জনসংযোগও করছেন তিনি। গ্রাম পরিদর্শন, চা চক্রেও জোর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।]

যদিও অভিষেকের এই সফরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির কথায়, 'এই নবজোয়ার আমাদের নকল করা, আর্থিক ভাবে পিছিয়ে পড়া লোকের বাড়িতে যাচ্ছেন। লোকের বাড়ি গিয়ে সাজানো খাবার খাচ্ছেন।'


Follow us on :