১০ মে, ২০২৪

Drowning: পুলিসের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার যুবকের মৃতদেহ, শোকের ছায়া পরিবারে
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-07 17:42:41   Share:   

পুলিসের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে (Drowning) গেল (Death) এক যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের ছয়দাবাদ এলাকায়। এই ঘটনার পরেই উত্তজিত এলাকাবাসীর সঙ্গে খরমপুর থানার আইসি রাজা সরকারের নেতৃত্বে পাঠানো বিশাল পুলিস বাহিনীর মধ্যে ধস্তাধস্তি হয়। তারপরেই রবিবার মৃতদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। এমনকি পুলিস মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য প্রথমে বহরমপুর মেডিকেল কলেজে এবং পরে সেখান থেকে মর্গে পাঠায়। তবে এই ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে পুলিসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  

সূত্রের খবর, মৃতের নাম অতনু ঘোষ (২২)। বহরমপুরের দিয়ারা পাড়া এলাকার বাসিন্দা। মৃতের বাবা জানান, দিন দশেক আগে একটি চায়ের দোকানে সামান্য ঝামেলা হয়। কিন্তু তাতে অতনু ছিল না। তারপরেও তাঁকে পুলিস গাড়িতে করে থানায় নিয়ে যাচ্ছিল। এমনকি গাড়িতে তোলার পর পুলিসেরা তাঁকে মারধরও করে। তিনি দাবি করেন, এই মারধরের ভয়েই অতনু পুলিসের গাড়ি থেকে পালিয়ে যায়। পুলিস তাঁকে ধরার জন্য পিছু নিলে সে  কোনও উপায় দেখতে না পেয়ে নদীতে ঝাঁপ দেয়।


Follow us on :