২৯ এপ্রিল, ২০২৪

Nadia: গার্ডেনরিচের পর রানাঘাট, কার্নিশ ভেঙে মৃত্য়ু সবজি বিক্রেতার
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-13 15:55:43   Share:   

গার্ডেনরিচ, বিরাটির পর এবার কার্নিশ ভেঙে বিপত্তি রানাঘাটে। দোকানের কার্নিশে ভেঙে ইটে চাপা পড়ে মৃত্যু হল এক সবজি বিক্রেতার। জানা গিয়েছে, মৃত সবজি বিক্রেতার নাম সত্যেন কুন্ডু। শনিবার বিল্ডিং ভেঙে পড়ায় ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনার পর আবারও বিপদজনক বাড়ি ভাঙা নিয়ে রানাঘাট পুরসভার ভূমিকা প্রশ্নের মুখে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতন এদিন সকালেও সবজি বিক্রি করতে বাজারে আসেন। অভিযোগ, হঠাৎ ওই দোকানের সামনের কিছুটা অংশ ভেঙে পড়ে। আর তাতেই ইট চাপা পড়েন তিনি। এরপর বাজারের অন্যান্য দোকানদাররা তাঁকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে ওই দোকানটি বিপদজনক অবস্থায় রয়েছে। অভিযোগ, বারংবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, বিপদজ্জনক ওই দোকানের বর্তমান মালিক টাকার জোরে আটকে রেখেছে। পুরসভার সেই উদাসীনতায় প্রাণ গেল এক সবজি বিক্রেতাকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। 


Follow us on :