১৭ মে, ২০২৪

Fire: পার ডানকুনিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে দমকলের ৭টি ইঞ্জিন
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-08 15:15:28   Share:   

হুগলির ডানকুনিতে অগ্নিকাণ্ড। পার ডানকুনিতে এমএস বিডি কাস্টিং (BD Casting)-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। সোমবার ভোরে আচমকা আগুন লাগে কারখানায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছে দমকলের ৭টি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডানকুনি (Dankuni) থানার পুলিস। 

জানা গিয়েছে, পার ডানকুনিতে দিল্লি রোডের পাশে অবস্থিত প্লাস্টিক কারখানা। সোমবার ভোরে আগুন লাগে ওই প্লাস্টিক কারখানায়। এই কারখানায় প্লাস্টিকের যাবতীয় আসবাবপত্র তৈরি হয়। শতাধিক শ্রমিক কাজ করেন কারখানায়। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরো দুটি ওয়ার হাউসে। আগুনের কালো ধোঁয়া দেখে শ্রমিকরা কারখানার বাইরে বেরিয়ে আসেন।

লক্ষ্মীকান্ত দাস নামে এক শ্রমিক বলেন, 'আমাদের সুপার ভাইজার বললেন আগুন লেগেছে, সবাই কোয়ার্টার থেকে বেরিয়ে যাও। আমরা বেরিয়ে দেখি ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা।' ডানকুনি থানার পুলিস পৌঁছয় ঘটনাস্থলে। পুলিস জানিয়েছে, আগুন লাগার ফলে কারোও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের ইঞ্জিন দ্বারা আগুন দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।


Follow us on :