২৬ এপ্রিল, ২০২৪

Dog:পথকুকুরের আক্রমণে বসিরহাটের গ্রামে জখম বিএসএফ জওয়ান, আতঙ্কে গ্রামবাসীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-01 17:00:15   Share:   

উত্তর ২৪ পরগনার বসিরহাটের(basirhat village) ইটিন্ডা পানিতর গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে পাগল পথকুকুরের তাণ্ডবে অতিষ্ট গোটা সীমান্ত(India Bangladesh border)।বেশ কয়েকদিন ধরে সীমান্তে পাগল পথকুকুর(stray dog) তাণ্ডব চালাচ্ছে। নাকুয়াদহ,পানিতর ও চৌরঙ্গী এই তিন গ্রামে দিন ও রাত অতিষ্ঠ করে তুলেছে গ্রামবাসীদের।

ইতিমধ্যে সীমান্তরক্ষীর এক জওয়ানের পায়ে কামড় দিয়েছে সেই পথকুকুর, দাবি এলাকাবাসীর। অন্য দিকে শিশু-মহিলা পুরুষ-সহ জখম অন্তত ১৫ জন। তাদের মধ্যে ৩ জন বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি। কখনও বাড়ির উঠোনে মহিলা বসে থাকলে ঝাঁপিয়ে পড়ছে, আবার কখোনও বা রাস্তায় বেরোলেই দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে চোখে মুখে কামড়িয়ে পালাচ্ছে। 

এই পাগল পথকুকুরের ভয়ে বাচ্চারা বাড়ি থেকে বেড়িয়ে স্কুল পর্যন্ত যেতে পারছে না। এলাকাবাসীরাও আশেপাশে কোথাও যেতে পারছেন না। আবার পথচলতি মানুষ দেখলেই ঝাঁপিয়ে পড়ছে। রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এই গ্রামগুলিতে।


Follow us on :