১৩ মে, ২০২৪

Basirhat: সীমান্তে সোনার বিস্কুট বাইক সহ গ্রেফতার এক পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-26 10:28:28   Share:   

পাচারের আগে মোটরসাইকেলের (Motorbike) টিউবের মধ্যে থেকে ৬ টি সোনার বিস্কুট (Gold Biscuit) উদ্ধার করলেন জওয়ানরা। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার ভারত- বাংলাদেশের (Bangladesh) বিথারি সীমান্তের ঘটনা।

অভিযুক্ত আব্দুর রহমান মোল্লা মোটরসাইকেলে করে সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় ১১২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের নজরে আসে। রহমান তখন মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিএসএফ তাড়া করে ধরে ফেলে। জানা গিয়েছে অভিযুক্ত পাচারকারীর বাড়ি হাকিমপুরে।

এরপর তাঁর মোটরসাইকেল তল্লাশি চালাতে গিয়ে বাইকের টিউবের মধ্যে  ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। যার ওজন ১ কিলো ২৫০ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা। উদ্ধারা সোনাগুলো ও পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফের পক্ষ থেকে।

আজ, সোমবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে তদন্তকারীরা। এই সোনাগুলো বাংলাদেশ হয়ে ভারতে ঢুকেছে। পুরো তদন্ত শুরু করেছে বিএসএফ।


Follow us on :